ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

মৃত্যুবার্ষিকীতে জিয়ার সমাধিতে যাচ্ছেন খালেদ‍া

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মে ২৯, ২০১৫
মৃত্যুবার্ষিকীতে জিয়ার সমাধিতে যাচ্ছেন খালেদ‍া খালেদা জিয়া / ফাইল ফটো

ঢাকা: দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।

এর মধ্যে শনিবার (৩০ মে) সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন ও নেতাকর্মীদের কালো বেজ ধারণ।



এছাড়া শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধ‍া জানাবেন বিএনপিসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৯ মে) বিএনপির দলীয় সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে রাজধানীর মানিক মিয়া এভিনিউ, মোহাম্মদপ‍ুর টাউন হল, নয়াপল্টনসহ ২৫টি স্পটে খাবার বিতরণ করবেন খালেদা জিয়া।

এছাড়া ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে নয়াপল্টনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসার আয়োজন করা হবে।

এছাড়া জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে জিয়ার সমাধিসহ সারা দেশের মসজিদে দোয়া ও কোরআন খানির আয়োজন করা হয়েছে।

থাকছে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া।

১৯৮১ সালের ৩০মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মে ২৯, ২০১৫
এমএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।