ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি ধ্বংসের রাজনীতি করে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, মে ২৯, ২০১৫
বিএনপি ধ্বংসের রাজনীতি করে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: বিএনপি সব সময় ধ্বংসের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার এমপি।

শুক্রবার বিকেলে মাগুরার শালিখা উপজেলার সীমাখালী আডুয়াকান্দী গ্রামে এস এ প্লাইউড মিলস নামে একটি শিল্প প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।



প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার একের পর এক শিল্প কল কারখানা বন্ধ করে দেশের হাজার-হাজার শ্রমিককে পথে বসিয়েছে। হরতাল-অবরোধ, আন্দোলনের নামে অনেক কল-কারখানা, শিল্প প্রতিষ্ঠান আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।

অন্যদিকে, শেখ হাসিনার সরকার বিএনপি’র আমলে বন্ধ কল-কারখানা চালু করার পাশাপাশি নতুন-নতুন শিল্প-কারখানা স্থাপন করে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে।

মিলের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি আনোয়ার হোসেন ঝন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শালিখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শ্যামল কুমার দে, কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট রাম মোহন দে, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রানা আমির ওসমান রানা প্রমুখ।

সেখানে উপস্থিত ছিলেন- যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলম খান, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ খান, মাগুরা পল্লি বিদ্যুতের জিএম এনছার আলী প্রমুখ।  

শিল্পে অনুন্নত জেলা মাগুরার শালিখায় বৃহত্তম এই প্লাইউড মিলটি চালু হওয়ায় এলাকার ২ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, মে ২৯, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।