ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ শনিবার (৩০ মে) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের বিএফইউজে অডিটোরিয়ামে সমমনা ফোরাম সদস্যদের নিয়ে সভা ডেকেছেন।
এর আগে প্রেসক্লাবকে রাজাকারমুক্ত করার ঘোষণা দিয়ে বৃহস্পতিবার (২৮ মে) আওয়ামী লীগ সমর্থক ও বিএনপির একাংশের প্রেসক্লাব সদস্যরা সাধারণ সভায় মিলিত হন।
দীর্ঘ আড়াই ঘণ্টার বৈঠক শেষে ১৭ সদস্যের প্রেসক্লাবের একটি নতুন কমিটি ঘোষণা করা হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।
সদ্য সাবেক সাধারণ সম্পাদক ওই কমিটিকে অবৈধ আখ্যায়িত করে সংবাদপত্রে পাল্টা বিবৃতি পাঠান। রাত পর্যন্ত চলে উত্তেজনার রেশ। মুখোমুখি অবস্থানে রয়েছেন প্রেসক্লাবের উভয়পক্ষের সদস্যরা।
শনিবার কী ঘটতে যাচ্ছে তা নিয়ে প্রেসক্লাবের সাধারণ সদস্যদের মধ্যে রয়েছে নানা কৌতূহল।
বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, মে ২৯, ২০১৫
এসএস/টিআই