ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, দেশ আজ গণতন্ত্র সংকটে। এই সংকটে বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ গণতন্ত্রকে ফিরিয়ে আনা।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার(২৮ মে’২০১৫) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন করতে এসে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৭ নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসে শহীদ জিয়া ১৯ দফার মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। বিএনপি চরম ডানপন্থী দল হবে না। একটি উদারপন্থী প্রগতিশীল দল হবে এটা আমাদের মনে রাখতে হবে।
তিনি আরো বলেন, দেশে গণতন্ত্রের সংকট চলছে। গণতন্ত্র পুন:উদ্ধার করতে হবে। শহীদ জিয়া সে পথ দেখিয়ে গেছেন। তার আদর্শকে সামনের দিকে এনে দলকে পরিছন্ন করে মানুষের কাছে তুলে ধরতে পারি তাহলে আমরা দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবো।
এসময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৩৬ সালে ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্ম গ্রহণ করেন। ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী একদল সৈনিকের ছোড়া বুলেটে নিহত হন মাত্র ৪৫ বছর বয়সে নিহত হন রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান। পরে তাকে রাজধানীর শেরে বাংলা নগরে দাফন করা হয়।
এদিকে জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অর্ধ মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ জিয়ার মাজার জিয়ারত, কোরআনখানি, মিলাদ মাহফিল, আলোচনা সভা, তবারক বিতরণ প্রভৃতি।
ভোর ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সব ইউনিট কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, শোকসূচক কালো পতাকা উত্তোলন ও নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়েছে। ।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এমএম/ এনএস/