মাগুরা: মাগুরা সদর উপজেলার বেড়ইল পলিতা ইউনিয়নের সত্যবানপুর গ্রামের একটি পুকুর থেকে ঝিকু শেখ (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ঝিকু ওই একই গ্রামের বাসিন্দা।
তার স্ত্রী মর্জিনা বেগম জানান, তিনদিন আগে তার স্বামী (ঝিকু) বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। শনিবার সকালে গ্রামের সাহেব আলী মাস্টারের পুকুরে তার মৃতদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক শ্যামা প্রসাদ জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, মৃতদেহটি দুই/তিনদিন আগের। এটি পানিতে ডুবে মৃত্যু, নাকি হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসআই