ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী বিভন্ন পয়েন্টে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ শুরু করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার (৩০ মে) বেলা ১২টায় জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি খাবার বিতরণে বেন হন।
তিন দিনব্যাপী খাবার বিতরণের এ কর্মসূচির প্রথম দিনে ফার্মগেটের রাজধানী স্কুলের সামনে থেকে খাবার বিতরণ শুরু করেন খালেদা জিয়া। এরপর তিনি মোহম্মদপুর টাউন হল এলাকায় খাবার বিতরণ করেন।
ধানমন্ডিতে এলাকায় বিতরণের উদ্যেশে আনা খাবার কতিপয় দুষ্কৃতিকারী নষ্ট করে ফেলেছে বলে অভিযোগ করেছেন মহানগর বিএনপি নেতা শেখ রবিউল আলম।
তিনি আরো জানান, খালেদা জিয়া রাজধানীর কলাবাগান, আজিমপুর, লালবাগ, হাইকোর্ট মাজার, শান্তিনগর, মৌচাক, খিলগাঁও, শাহজানপুর, নয়াপল্টন, মতিঝিল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী ফারুক স্মরণী, রায়সাহেব বাজার, নয়াবাজার, জজকোর্ট, বংশাল নর্থসাউর্থ রোড়সহ ২৬টি পয়েন্টে খাবার বিতরণ করবেন।
শনিবার (৩০ মে) বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে সৈনিকদের হাতে নিহত হন তিনি।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনা সভা, মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি পালন করছে।
শনিবার সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া। এসময় তার সঙ্গে শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসএইচ