ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, মে ৩০, ২০১৫
গাজীপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: যথাযথ মর্যাদায় গাজীপুরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেছে জেলা বিএনপি।

শনিবার (৩০ মে) সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।



গাজীপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি আফজাল হোসেন কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার।

জেলা কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আহাম্মদ আলী রুশদী, সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, যুগ্ম সম্পাদক মাহবুবুল হক গোলাপ, প্রচার সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স প্রম‍ুখ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।