মাগুরা: মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত ১৪০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনিত মুক্তিযুদ্ধের আট নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহহাব (প্রতীক: নৌকা), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী তৌহিদুল আলম (প্রতীক: আম), বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএএফ) মাগুরা জেলা সাধারণ সম্পাদক মুতাসিন বিল্লাহ রিফাত (প্রতীক: টেলিভিশন) ও স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তপন কুমার রায় (প্রতীক: সিংহ)।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, মোট ১৪০টি কেন্দ্রে ১৪০ জন প্রিজাইডিং অফিসার, ৭১১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৪২২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।
চলতি বছরের ৯ মার্চ সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মোহাম্মদ সিরাজুল আকবর মৃত্যুতে মাগুরা-১ আসনটি শূন্য হয়। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত সিরাজুল আকবর এ আসন থেকে পর পর চার বার নির্বাচিত হয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ৩০, ২০১৫
পিসি/