ধামরাই (ঢাকা): অনুমতি না থাকায় ঢাকার ধামরাইয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান পণ্ড করে দেওয়া হয়েছে।
শনিবার (৩০ মে) দুপুরে ধামরাইয়ের গোয়ারীপাড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানস্থল থেকে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেয় সংশ্লিষ্ট থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোয়ারীপাড়ার আইডিয়াল স্কুল মাঠে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ধামরাই থানা ও পৌর বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান।
এসময় ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক মিয়ার নেতৃত্বে একদল পুলিশ আইডিয়াল স্কুল মাঠে পৌঁছে অনুষ্ঠানের অনুমতি নেই বলে বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দেয়। তবে, নেতাকর্মীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে উত্তেজনা সৃষ্টির উপক্রম হয়।
এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বাংলানিউজকে বলেন, নিরাপত্তাজনিত কারণে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এইচএ/