চাঁদপুর: দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, খালেদা জিয়া ও তারেক রহমান যদি আন্তরিক হন বর্তমান সরকার জিয়া হত্যার বিচার করবে।
শনিবার (৩০ মে) দুপুরে চাঁদপুরের মতলবে সেতু তৈরির জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যার স্বামী মারা গেছেন, আগে তাকেই এগিয়ে আসতে হবে। কারণ জিয়া হত্যাকাণ্ডে চট্টগ্রামের আদালতে একটি মামলা ঝুলে আছে। তারা এগিয়ে আসলেই এর বিচার প্রক্রিয়া শুরু করা হবে।
বিএনপির কোমর ভেঙে গেছে তাই তারা এখন আর আন্দলনের কথা ভাবছে না বলেও মন্তব্য করেন মায়া।
অনুষ্ঠানে ১৮ জন ক্ষতিগ্রস্তের মধ্যে প্রথম পর্যায়ে ৩১ কোটি টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় চাঁদপুরের জেলা প্রশাক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর, সড়ক ও জনপথ বিভাগের জেলা নিবার্র্হী ম্যাজিস্ট্রেট মো. জাহেদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মতলবের ধোনাগদা নদীর ওপর নির্মিতব্য এ সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮৪ কোটি টাকা।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসআর