আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৩০ মে) দুপুরে আশুলিয়ার টাকশর এলাকায় রাসেল দেওয়ান ও যুবলীগ নেতা সোহাগ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, দুপুরে সোহাগ গ্রুপের লোকজন টাকশর এলাকায় গেলে হামলার আশঙ্কায় রাসেল দেওয়ানের লোকজন তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এলোপাথাড়ি গুলিতে সোহাগ গ্রুপের রুপু নামে এক যুবলীগকর্মী গুলিবিদ্ধ হন। এসময় আহত হন আরও ১০ জন।
আহতদের মধ্যে রুপুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দোষীদের আটক করতে পুলিশের আভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসএস