ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মে ৩০, ২০১৫
খুলনায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় নানা আয়োজনের মধ্যদিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি পালনের লক্ষ্যে খুলনা বিএনপি ৫ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে, শনিবার (৩০ মে) ছিল তার দ্বিতীয় দিন।


 
শনিবার ভোরে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণ, শোক ব্যাজ ধারণ করা হয়।
 
দুপুরে দলীয় কার্যালয়ে জমায়েত, সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলির সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাই।

বক্তব্য রাখেন- খুলনা সিটি মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সিনিয়ির সহ-সভাপতি অ্যাডভোকেট গাজী আব্দুল বারী।

আলোচনা ও দোয়া শেষে  নগরীর সকল ওয়ার্ড ও থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দলের উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ  করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এমআরএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।