ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে দলীয় সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শামসুদ্দিনের ক্যাডাররা হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হাসপাতাল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য আখতারুল আলম ফারুক অভিযোগ করেন, স্থানীয় জাসাসের উদ্যোগে উপজেলার হাসপাতাল রোড এলাকায় এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠান চলাকালে দলীয় সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শামসুদ্দিনের অনুসারী স্থানীয় ছাত্রদলের সাবেক সভাপতি রিপনের নেতৃত্বে বেশ কয়েকজন ক্যাডার সেখানে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাংচুর করেন। পরে উপজেলা ডিগ্রি কলেজের সামনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
তিনি আরও অভিযোগ করেন, গত ৯২ দিনের আন্দোলন-সংগ্রামে সাবেক সংসদ সদস্য শামসুদ্দিন অনুপস্থিত ছিলেন। তার অনুসারীদেরও ওই আন্দোলনে দেখা যায়নি। কিন্তু তিনি হঠাৎ করেই আবার রাজনীতিতে ফিরে দলের ভেতর কোন্দল সৃষ্টি করছেন। তার নির্দেশেই এ হামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মে ৩০, ২০১৫