ঢাকা: যথাযোগ্য মর্যাদায় ও দলীয় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বাংলানিউজের বিভিন্ন ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্টদের পাঠানো খবর নিয়ে বিশেষ প্রতিবেদন:
বরিশাল: দিবসটি উপলক্ষে বাদ জোহর বরিশাল নগরীর টাউন হলে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাড. মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বরিশাল মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ, মহানগর বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক সাহেদ আকন সম্রাট, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বশির আহম্মেদ, কোতোয়ালি থানার বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হেসেন লাবু, খলিলুর রহমান প্রমুখ।
ভোলা: সকালে জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির কার্যলয়ে জিয়াউর রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া প্রমুখ।
মধুপুর (টাঙ্গাইল): সকালে মধুপুর উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া কোরআনখানি, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি নেতা সাইফ উদ্দিন মামুন, হুমায়ুন কবির তালুকদার, নাসির উদ্দিন, আব্দুল লতিফ প্রিন্স, যুবনেতা আব্দুল মান্নান, ছাত্রদল নেতা মোতালেব হোসেন ফকির প্রমুখ।
নীলফামারী: দিবসটি উপলক্ষে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামান।
এ সময় নীলফামারী পৌর বিএনপির সভাপতি জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান হেলাল উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা বিএনপি কার্যালয়ে জাতীয়-দলীয় ও কালো পতাকা উত্তোলনসহ কোরআনখানির আয়োজন করা হয়।
ঝালকাঠি: দুপুরে শহরের ফায়ার সাভিস মোড়ের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি অ্যাড. হুমায়ুন কবির, জেলা কৃষক দলের সভাপতি রুস্তুম আলী চাষী, শহর বিএনপি সভাপতি অনাদি দাস প্রমুখ।
ঝিনাইদহ: সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়।
জেলা বিএনপির সহ সভাপতি এস এম মশিয়ুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, যুগ্ম সম্পাদক ও হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান অ্যাড. এম এ মজিদ।
সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুল আলিম, অর্থ সম্পাদক আক্তারুজ্জামান, প্রভাষক কামাল হোসেন, আশরাফুল ইসলাম পিন্টু, আহসান হাবীব রণক, প্রভাষক জাহাঙ্গীর হোসেন, সাজেদুর রহমান পপ্পু ও আরিফুল ইসলাম আনন প্রমুখ।
মাদারীপুর: দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরানবাজার রেইট্রিতলায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান, কেন্দ্রীয় বিএনপির কার্যকরী সদস্য কাজী হুমায়ন কবির, জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি মোফাজ্জেল হোসেন খান মফা, সিনিয়র সহ সভাপতি মাসুদ পারভেজ প্রমুখ।
এছাড়া জেলা যুবদল ও ছাত্রদল মিলন সিনেমা হলের সামনে বিভিন্ন কর্মসূচি পালন করে।
মানিকগঞ্জ: দুপুরে দলীয় কার্যালয়ে জেলা বিএনপি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোকশেদুর রহমান, সহ সভাপতি অ্যাড. জামিলুর রশিদ খান, আজাদ হোসেন খান, যুবদল নেতা এস এম এম ইকবাল হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি আরিফ হোসেন লিটন প্রমুখ।
মেহেরপুর: সকালে শহরের বোস প্রাঙ্গণে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণ, ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা তাঁতী দলের আহ্বায়ক আরজুল্লাহ বাবলু প্রমুখ।
এছাড়া গাংনী উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
নোয়াখালী: বেলা ১২টায় জেলা ছাত্রদলের উদ্যোগে একটি শোক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে শেষ হয়। পরে জেলা বিএনপির উদ্যোগে সমিতির হলরুমে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌর মেয়র হারুনুর আজাদ। এছাড়া সদর উপজেলা যুবদলের সভাপতি ভিপি জসিম উদ্দিনের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা গিয়াস উদ্দিন সেলিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, জেলা বিএনপি নেতা ও জেলা আইনজীরী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জাসাস জেলা সভাপতি লিয়াকত আলী খান, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, সাংগঠনিক সম্পাদক আবু হাসান মো. নোমান, যুগ্ম সম্পাদক ফরহাদ চৌধুরী চয়ন প্রমুখ।
পাবনা: দুপুর ১টায় শহরের গোপালপুরে জেলা বিএনপির কাযালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এরআগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতার নেতৃত্বে কালো পতাকা নিয়ে একটি শোক র্যালি শহর প্রদক্ষিণ করে।
পরে জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কেএস মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়ার মাহফিল আয়োজন করা হয়। সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা, অ্যাডভোকেট আজিজুর রহমান, মাসুদ খন্দকার, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, জহুরুল ইসলাম বক্তব্য রাখেন।
সাতক্ষীরা: দুপুর সাড়ে ১২টায় শহরের কাটিয়াস্থ হালিমা খাতুন শিশু সদন চত্বরে জেলা বিএনপি দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।
জেলা বিএনপির সভাপতি রহমতউল্লাহ পলাশের নে সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, রফিকুল ইসলাম বাবু, মোদাচ্ছরুল হক হুদা, জেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, নুরে আলম সিদ্দিকী প্রমুখ।
শরীয়তপুর: দুপুরে ধানুকার রাণী মহলে জেলা বিএনপির সহ সভাপতি মো. সাইদ আহমেদ আসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন কালু, সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা, শরীয়তপুর মুক্তিযোদ্ধা দলের সভাপতি জহির উদ্দিন তালুকদার, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর আলম কাসেম, শরীয়তপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, মাহবুব মোর্শেদ টিপু, জেলা মহিলা দলের সভাপতি আল আসমা উল হোসনা, জাজিরা উপজেলা বিএনপির সভাপতি মো. ইকবাল হোসেন সিকদার, গোসাইরহাট উপজেলা বিএনপির সভাপতি তারিক আজিজ মোবারক ঢালী, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মৃধা নজরুল কবির, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহবুব আলম খায়ের, আমিনুর রহমান আমান, রাশেদ খান মেনন, জিয়াউল হক মোল্লা, জেলা তারেক পরিষদের যুগ্ম আহ্বায়ক আহমেদ মোল্লা উপস্থিত ছিলেন। সভা শেষে কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়।
শেরপুর: দুপুরে শহরের রঘুনাথ বাজার এলাকায় জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক আশীষ, সাইফুর ইসলাম স্বপন, শহিদুল ইসলাম, এমদাদ হোসেন মাস্টার, ছাত্রদল নেতা আবু রায়হান , কামরুল ইসলাম প্রমুখ।
এরআগে শহরের বিভিন্ন স্থান থেকে শোক র্যালি বের হয়ে জেলা কার্যালয়ে জড়ো হয়।
সিরাজগঞ্জ: সকালে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে কোরআন খানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া শাহজাদপুর উপজেলায় র্যালি, কোরআনখানি, কালো ব্যাজ ধারণ, দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় তাঁতীদলের সহ সভাপতি মো. আনোয়ার হোসেন ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কার সরকার, সাবেক ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন শামীম, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক, নুরুজ্জামান ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক রসনা ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসআর