ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

মাগুরা-১ উপ-নির্বাচনে নৌকা এগিয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, মে ৩০, ২০১৫
মাগুরা-১ উপ-নির্বাচনে নৌকা এগিয়ে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে ১৪০টি কেন্দ্রের মধ্যে ৫৫টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে ৩৯৭০০ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহহাব।



৫৫টি কেন্দ্রে আব্দুল ওয়াহহাব পেয়েছেন ৪২ হাজার ৪৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তপন কুমার রায় (প্রতীক, সিংহ) নিয়ে পেয়েছেন ২৭৫১ ভোট।

১৪০টি কেন্দ্রের মধ্যে মাগুরা সদর উপজেলায় ৮৫ ও শ্রীপুর উপজেলায় ৫৫টি। এর মধ্যে শ্রীপুর উপজেলার সবকটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। মাগুরার কেন্দ্রগুলোর ভোট গণনা চলছে।

শনিবার (৩০ মে) সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা ভোটগ্রহণ চলে। এ উপ-নির্বাচনে মোট চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনিত মুক্তিযুদ্ধের আট নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহহাব (প্রতীক: নৌকা), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী তৌহিদুল আলম (প্রতীক: আম), বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএএফ) মাগুরা জেলা সাধারণ সম্পাদক মুতাসিন বিল্লাহ রিফাত (প্রতীক: টেলিভিশন) ও স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তপন কুমার রায় (প্রতীক: সিংহ)।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, মোট ১৪০টি কেন্দ্রে ১৪০ জন প্রিজাইডিং অফিসার, ৭১১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৪২২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।

চলতি বছরের ৯ মার্চ সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মোহাম্মদ সিরাজুল আকবর মৃত্যুতে মাগুরা-১ আসনটি শূন্য হয়। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত সিরাজুল আকবর এ আসন থেকে পর পর চার বার নির্বাচিত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ৩০, ২০১৫
পিসি

** মাগুরায় ভোট গ্রহণ শেষ, গণনা শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।