ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জাহিদুল ইসলাম সরকার জুয়েল সভাপতি ও গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩০ মে) দুপুরে উপজেলার দরিরামপুরের নজরুল একাডেমি মঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য রেজা আলী। সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম.এ.কুদ্দুস।
উপজেলা যুবলীগের নব-নির্বাচিত সভাপতি জুয়েল সরকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউল হক সবুজ, জেলা যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘন্টা, মে ৩০, ২০১৫
কেএইচ/