ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু এমপি ছাড়াই জাতীয় পার্টির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে।
সংসদের প্রতিটি অধিবেশন শুরুর আগে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো সভা করে থাকে।
শনিবার (৩০ মে) বিকেল সোয়া ৫টায় বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের সংসদ কার্যালয়ে ৩০ মিনিটের বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে জাপা এরশাদ ও রওশন পন্থীদের বিরোধ আরও প্রকট আকার ধারণ করলো। দু’জনের মধ্যে দীর্ঘ দিন ধরেই বিরোধী চলে আসছিল। যদিও তারা মুখে কেউ বিরোধের বিষয় স্বীকার করেন না।
জাতীয় পার্টির সিনিয়র সদস্যদের ছাড়াই ১৩ জন সদস্য নিয়ে ৩০ মিনিটের নিষ্ফল বৈঠক করেন রওশন এরশাদ।
বৈঠকে রওশন এরশাদ অনুসারী ১৩ সদস্য উপস্থিত ছিলেন। তারা হলেন- বিরোধী দলীয় প্রধান হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী, প্রেসিডিয়াস সদস্য কাজী ফিরোজ রশিদ, শওকত চৌধুরী, সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, নুরুল ইসলাম ওমর, মামুনুর রশিদ কিরণ, ফখরুল ইমাম, এম এ হান্নান, সেলিম উদ্দিন, মো. নোমান, সংরক্ষিত সদস্য শাহানারা বেগম. খোরশেদা আরা হক প্রমুখ।
বৈঠকে উপস্থিত ছিলেন না- পানি সম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্ন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ গ্রুপের পুরনো দ্বন্দ্ব থেকেই দ্বিধাবিভক্ত এ মিটিং বলে দলীয় সূত্রে জানা গেছে।
এরআগে গত সপ্তাহে সমসাময়িক বিষয়ের ওপর প্রেস ব্রিফিং করেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তখনই তিনি বলেছিলেন, ৩০ মে সংসদীয় দলের সভায় জাপা থাকবে কি? থাকবে না সে বিষয়ে সিদ্ধান্ত হবে। তাছাড়া বাজেট অধিবেশনে কে কিভাবে আলোচনা করবে তাও বিরোধী দলের সংসদীয় বোর্ডের সভায় চূড়ান্ত হওয়ার কথা ছিলো। কিন্তু পার্টির চেয়ারম্যান ও সিনিয়র সদস্যরা না থাকায় কোনো রকম সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো জাপা সংসদীয় বোর্ডের সভা।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসএম/বিএস