ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দ্বিতীয় দিন ১৯টি স্পটে দুঃস্থদের খাবার বিতরণ করবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার (৩১ মে) সকাল এগারোটায় গুলশান-২ এর সিটি মার্কেটের সামনে থেকে খাবার বিতরণ শুরু করবেন তিনি।
সবশেষ জাতীয় প্রেসক্লাবের সামনে খাবার বিতরণের মধ্যদিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শেষ করে বাসায় ফিরবেন খালেদা।
এসময় চেয়ারপারসনের সঙ্গে উপস্থিত থাকবেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা শনিবার (৩০ মে) রাতে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, মে ৩১, ২০১৫
এমএম/আইএএ/এএ