ঢাকা: ঢাকা মহানগর ছাত্রলীগের দুই সুপার ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে উত্তরের মো. মিজানুর রহমানকে সভাপতি ও মো. মহিউদ্দিন আহম্মেদকে সাধারণ সম্পাদক করে মোট ছয় সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
আর মহানগর দক্ষিণের সভাপতি হিসেবে মো. বায়জিদ আহম্মেদ খান ও মো. সাব্বির হোসেনকে সাধারণ সম্পাদক করে মোট আট সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩০ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির কথা জানানো হয়।
মহানগর উত্তর ছাত্রলীগের অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আসিফ উল্লাহ মিথুন, যুগ্ম-সম্পাদক মো. ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক মো. ইমাম হাসান ও সালমান খান প্রান্ত।
মহানগর দক্ষিণ ছাত্রলীগের অপর সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. মহসিন আহমেদ, মহিউদ্দিন চৌধুরি বাবু, জহিরুল ইসলাম জহির, যুগ্ম-সম্পাদক মো. আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবু হাসান তাপস ও মো. ইমাম হাসান থান।
আগামী এক বছরের জন্য কমিটি দুটি নির্বাচন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময় ০১৪৭ ঘণ্টা, ৩১ মে, ২০১৫
এসইউজে/আইএএ/এএ