ঢাকা: নাশকতার মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে রোববার (৩১ মে) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ফালুর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এর আগে মিরপুর থানায় দায়ের করা নাশকতার আরো একটি মামলায় ফালুর জামিন বহাল রেখেছিলেন আপিল বিভাগ।
গত ১২ এপ্রিল খিলগাঁও থানার নাশকতার এক মামলায় হাইকোর্ট থেকে জামিন পান মোসাদ্দেক আলী ফালু। হাইকোর্টের জামিনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। রোববার এ আবেদন শুনানি করে আপিল বিভাগ জামিন আদেশ বহাল রাখেন।
গত ১ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ের সামনে থেকে আটক হন বিএনপির এই নেতা।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, মে ৩১, ২০১৫
ইএস/এএসআর