খুলনা: শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে বর্তমান সরকারের হাত থেকে অবরুদ্ধ গনতন্ত্রকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ।
রোববার (৩১ মে) বিকেলে নগরীর হোটেল টাইগার গার্ডেনের মিলনায়তনে জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খুলনা মহানগর ও জেলা বিএনপি’র পাঁচদিনের কর্মসূচির তৃতীয় দিনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় হান্নান শাহ বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যুর আগ পর্যন্ত বিত্ত-বৈভব ও লোভ-বিলাস থেকে দুরে থেকেছেন। নেতাকর্মীদের তার আদর্শ মেনে চলতে হবে।
মহানগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এনাম আহমেদ চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এম নুরুল ইসলাম দাদুভাই, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা শাহারুজ্জামান মোর্তজা, মুজিবর রহমান, অ্যাডভোকেট গাজি আব্দুল বারী, শেখ মুর্শারফ হোসেন, প্রফেসর আব্দুল মান্নান, অ্যাডভোকেট আব্দুল মালেক, সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, কমান্ডার আবু জাফর, সিরাজুল ইসলাম মেঝভাই, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, ডা. রফিকুল হক বাবলু, ড. ফজলে হালিম লিটন, খান আলী মুনসুর, শেখ আব্দুর রশিদ, আরিফুজ্জামান অপু, শফিকুল ইসলাম তুহিন, আজিজুল হাসান দুলু, এমরানুল কবির নাছিম, মুজিবর রহমান, রেহেনা ঈসা, কামরান হাসান, এস এম কামাল।
সভা পরিচালনা করেন আসাদুজ্জামান মুরাদ ও মনিরুজ্জামান মন্টু।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মে ৩১, ২০১৫
এমআরএম/এসএস