ঢাকা: দেশের মানুষকে শাসন করার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান।
রোববার (৩১ মে) রাজধানীর মুক্তিভবনের মৈত্রী হলে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও নজরুল সম্মাননা প্রদান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত এক হাজার বছরে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারিনি। বিদেশি শাসকরা আমাদের দেশ শাসন করে এদেশের সম্পদ নিয়ে গেছে। এ ধারাবাহিকতায় পাকিস্তানিরাও আমাদের শাসন করেছে।
অনেক রক্তের বিনিময়ে আমরা এ দেশ স্বাধীন করেছি। বাইরের অপশক্তি যেন পুনরায় এসে আমাদের শোষণ করতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে। এজন্য আমাদের পূর্ব ইতিহাস জানতে হবে। বাংলাদেশকে শোষণমুক্ত শান্তিময় দেশ হিসেবে গড়ে তুলতে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে দেশপ্রেম ও ভালোবাসা নিয়ে কবিতা-গান লিখেছেন, সেই দেশপ্রেম ও চেতনা নিয়ে আমাদের জাগ্রত হতে হবে।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মো. সাখাওয়াত হোসেন।
বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা লীগের সাধারণ সম্পাদক ডা. খন্দকার মো. ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পীরজাদা শহিদুল হারুন, কবি-সুরকার-গীতিকার শামিম রুমি টিটন, পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহীম ভুইয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, মে ৩১, ২০১৫
এজেডকে/এসএস