ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

সহযোগিতার জন্য রেলভবনের দরজা খোলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৯ ঘণ্টা, জুন ১, ২০১৫
সহযোগিতার জন্য রেলভবনের দরজা খোলা মোঃ মুজিবুল হক

ঢাকা: দরিদ্র মেধাবী শিক্ষার্থীসহ সবার সহযোগিতার জন্য রেলভবনের দরজা সবসময় খোলা থাকবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক।

রোববার (৩১ মে) সন্ধ্যায় জাতীয় পেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বৃহত্তর কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ ফাউন্ডেশন আয়োজিত ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০১৫’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।


 
মুজিবুল হক বলেন, গরিব হওয়া লজ্জার কিছু নয়। আমিও গরিব পরিবার থেকে এসেছি। আমার বাবাও কৃষক ছিল। কৃষকের পরিবার থেকেই আমি মন্ত্রী হয়েছি। তোমরা অনেক কষ্ট করে সাফল্য পেয়েছো। ভবিষ্যতেও এমন ফলাফল করে দেশের মুখ উজ্জ্বল করবে বলে আমি আশা করছি।
 
অভিবাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সন্তানদের সাফল্যে আপনাদের অনেক অবদান রয়েছে। আপনারা আপনাদের সন্তানদের আদর-যত্ন করে সবসময় পড়তে বলেছেন। তাদের সাফল্যের অংশীদার আপনারাই।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান মাহবুবুর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আনোয়ার ফারুখ, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হাসান আহমেদ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ড. আবদুল মান্নান প্রমুখ।

বাংলাদেশ সময় : ০৩৫৭ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এসইউজে/এমএন/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।