ঢাকা: সব হারিয়ে বিএনপি এখন কঠিন অসুখের মধ্যে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার (১ জুন) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপিকে উদ্দেশ্য করে ড. হাছান মাহমুদ বলেন, গ্রামে এক ব্যক্তি কখনো নামাজ পড়তো না। কিন্তু তার কঠিন অসুখ হলে সবার পরামর্শে তিনি মসজিদে যাওয়া শুরু করলেন। আবার অসুখ কেটে গেলে তিনি আবার আগের অবস্থায় ফিরে যান। বিএনপির অবস্থাও তাই হয়েছে। বিএনপিরও সেই রকম কঠিন অসুখ হয়েছে।
আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি আন্দোলন করে সরকারের পতন ঘটাতে চেয়ে ফেল করেছে। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অনুমতি নিয়ে দেখা না করে হরতাল দিয়েছে। আর এখন তারা কঠিন অসুখের মধ্যে পড়েছে। তাদের এখন অবস্থা কাহিল প্রায়। সেজন্য আপাতত ভারতসহ কারো বিরোধিতা করতে চায় না বিএনপি।
বিএনপিকে সাপের সঙ্গে তুলনা করে তিনি বলেন, সাপ প্রতিকূল পরিস্থিতি দেখে চুপ আর অনুকূল পরিবেশ দেখলে ফনা তোলে। বিএনপির অবস্থাও তাই। বিএনপির কাছ থেকে সবাইকে সাবধান থাকতে হবে।
সরকারের সঙ্গে বিএনপির আলোচনার প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি প্রস্তাব করেছে নরেন্দ্র মোদি আসার আগে খালেদা জিয়ার সঙ্গে অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আন্দোলনে ফেল করে, মানুষ পুড়িয়ে তারা এখন বলছে, ‘আমাদের সঙ্গে একটু কথা কন’।
যারা মানুষ পুড়িয়েছে, যাদের হাতে মানুষের রক্ত, যারা জনগণের সঙ্গে বেইমানি করে, তাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না বলেও সাফ জানিয়ে দেন ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল প্রতিপাদ্য ভারত বিরোধিতা। বিএনপি আপাতত ভারত বিরোধিতা বন্ধ রেখেছে। তারা বলেছে, আপাতত তারা ভারতের বিপক্ষে কোনো কথা বলবে না। এটা হাস্যকর।
ট্রানজিট চুক্তি প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ট্রানজিট চুক্তি ভারত ও বাংলাদেশ উভয় চায়। এ চুক্তি হলে উভয় পক্ষই উপকৃত হবে। অর্থনীতে গতি আসবে।
এ চুক্তির বিপক্ষে কেউ কথা বলবে না বলে আশা প্রকাশ করেন ড. হাছান মাহমুদ এ নিয়ে কাউকে ধ্রমজাল সৃষ্টি না করারও আহ্বান জানান।
গণতান্ত্রিক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ ভাসানী’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, অরুণ সরকার রানা, এম এ করিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ০১ জুন, ২০১৫
আরইউ/এজেডকে/এইচএ