ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

মোদির সফর হবে সফল মাইলফলক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জুন ১, ২০১৫
মোদির সফর হবে সফল মাইলফলক ছবি: রাজীব/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফর সফল মাইলফলক সৃষ্টি করবে বলে আশাবাদ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি।
 
সোমবার (১ জুন) বেলা সাড়ে বারোটায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটউট মিলনায়তনে চলমান রাজনীতি বিষয়ে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।



সভার প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এতোদিন যারা ভারতের অন্ধ বিরোধিতা করেছেন তারাও এখন মোদির আসন্ন সফরকে ঘিরে তাদের অবস্থান থেকে সরে এসেছেন। কারণ, তারা বুঝতে পেরেছেন, মোদির সফরে সফল মাইলফলক সৃষ্টি হবে। বাংলাদেশের রাজনীতির জন্য এটা ইতিবাচক।
 
তিনি বলেন, তিস্তাচুক্তি না হলে মোদির সফর সফল হবে না, এটা বলা যাবে না। কারণ, ভারত আয়তনে অনেক বড় দেশ। এ ব্যাপারে তাদের গোটা দেশকে সমন্বয় করে এ চুক্তি করতে হবে।

তবে আসন্ন সফরে এ চুক্তির অগ্রগতি জরুরি বলেও মন্তব্য করেন সুরঞ্জিত।
 
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, এতো দিন বিএনপি ভারতের সমালোচনা করলেও এখন বলছে, তারা করেনি। কথাটা সম্পূর্ণ মিথ্যা। রাজনীতিতে মিথ্যা বলার পর যদি আত্মশুদ্ধি আসে তাহলে সেটা স্বীকার করা উচিত।
 
আসন্ন বাজেট সম্পর্কে তিনি বলেন, সামনে বাজেটকে ঘিরে যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ে সেদিকে সরকারকে লক্ষ্য রাখতে হবে। সঞ্চয়পত্র যে জায়গায় আছে সেখানেই রাখা উচিত।
 
বাজেট কৃষকবান্ধব হওয়া উচিত বলে মনে করেন আওয়ামী লীগের এই নেতা।
 
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. ইমদাদুল।
 
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘন্টা, জুন ০১, ২০১৫
একে/আইএএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।