ঝালকাঠি: বার্ধ্যক জনিত কারণে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ঝালকাঠি জেলা বিএনপির সহ-সভাপতি ও নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন তালুকদার।
সোমবার (১ জুন) দুপুরে দু’টি পদ থেকেই অব্যহতি চেয়ে ঝালকাঠি জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের কাছে লিখিত আবেদন করেছেন তিনি।
মো. নিজাম উদ্দিন তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে আমি উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে আমার বয়স বেড়ে যাওয়ায় আমি এই রাজনৈতিক দলের কার্যক্রমে আগের মতো নিজেকে সম্পৃক্ত করতে পারছি না। এসব বিবেচনায় আমি একটি রাজনৈতিক দলের শীর্ষ দু’টি পদ আর আঁকড়ে রাখতে চাচ্ছি না। তাই আমি বিএনপির সব পদ-পদবি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এসআই