ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

তিস্তাচুক্তি বাস্তবায়ন করলে সরকারের প্রশংসা করবে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জুন ১, ২০১৫
তিস্তাচুক্তি বাস্তবায়ন করলে সরকারের প্রশংসা করবে বিএনপি ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে তিস্তার পানি বণ্টনসহ দেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারলে সরকারের প্রশংসা করবে বিএনপি। দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান এ মন্তব্য করেছেন।


 
সোমবার (১ জুন) জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি রাজনীতি করে দেশ ও জনগণের জন্য। ভারতের কাছ থেকে তিস্তাচুক্তিসহ পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে পারলে সরকারের প্রশংসা করা হবে। সরকারকে ধন্যবাদও দেয়া হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকেই আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছি। সুবিশাল পদ্মা নদী শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। পদ্মা চরে এখন গাড়ি চলে। একই ভাবে তিস্তাচুক্তি বাস্তবায়ন করতে না পারলে তিস্তা নদীতেও একদিন ঘোড়ার গাড়ি চলবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিৎ।
 
আব্দুল্লাহ আল নোমান নোমান বলেন, জাতীয় সমস্যা সমাধানে বিএনপি সব সময় ঐক্যবদ্ধ। দেশের স্বার্থে বিএনপি আন্দোলন থেকে পিছিয়ে থাকবে না।
 
মোদির সফর নিয়ে টকশোতে অংশ নেওয়া সুশীল সমাজের সমালোচনা করে তিনি বলেন, তাদের কথা শুনলে মনে হয় দেশের মানুষ দোজখে আছে। মোদি দেবতা হয়ে আসছে দেশের মানুষকে স্বর্গে নিয়ে যেতে।

বর্তমানে দেশে রাজনৈতিক শুন্যতা চলছে উল্লেখ করে তিনি বলেন, আগামীতে ব্যালটের মাধ্যমে এ শুন্যতা পূরণ করতে হবে। জেল জুলুমের ভয়ে বসে থাকলে চলবে না। আন্দোলনের মধ্য দিয়েই আমাদের সফলতা অর্জন করতে হবে।
 
স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন মনির সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আযাদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এজেডকে/আরইউ/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।