ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘নির্দলীয় সংস্থার অধীনে নির্বাচনের বিকল্প নেই’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুন ১, ২০১৫
‘নির্দলীয় সংস্থার অধীনে নির্বাচনের বিকল্প নেই’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য একটি নির্দলীয় সংস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

সোমবার (০১ জুন) দুপুরে বার অ্যাসোসিয়েশনের সভাপতির কক্ষে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক শাখার প্রধান এনগ্রিয়ান জনের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।



মতবিনিময় সভা শেষে খন্দকার মাহবুব বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিশ্চিত হলে দেশে চলমান রাজনৈতিক সঙ্কট আস্তে আস্তে কমে আসবে। তিনিও (এনগ্রিয়ান জন) আমাদের সঙ্গে অনেক বিষয়েই সহমত পোষণ করেছেন।  

আইন, বিচার ব্যবস্থা, মানবাধিকারসহ বিভিন্ন সমস্যার সমাধান বিষয়ে মতবিনিময় হয়েছে বলে জানান কিনি।

সভা শেষে সুপ্রিমকোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বাংলানিউজকে বলেন, এনগ্রিয়ান জনের ঢাকা সফর উপলক্ষে এখানে এসেছিলেন। আমরা তার সঙ্গে আইন, মানবাধিকার ও রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেছি।

তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নি এনগ্রিয়ান।  

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে সুপ্রিমকোর্ট বারের কোষাধ্যক্ষ বেগম শওকত আরা দুলালী, বিএনপিপন্থি আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, ব্যারিস্টার এহসানুর রহমানসহ বেশ কয়েকজন আইনজীবী।    

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এমএইচপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।