ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়া রিপনের নিন্দা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জুন ১, ২০১৫
বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়া রিপনের নিন্দা ড. আসাদুজ্জামান রিপন

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দেওয়ায় এর তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

সোমবার (০১ জুন) বিএনপির সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে তিনি এ নিন্দা জানান।



রিপন বলেন, প্রয়াত এ রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেওয়া দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি, শোক ৠালির মতো নেহায়েত সামাজিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে আইন-শৃঙ্খলা বাহিনীর বাধা, অসংখ্য অভিযোগ দলের বিভিন্ন শাখা থেকে পেয়ে আমরা স্তম্ভিত হয়েছি।

তিনি বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশ-ৠালি করা, সামজিক অনুষ্ঠানের আয়োজন সংবিধান স্বীকৃত অধিকার হলেও বিনা ভোটের সরকার বিরোধী দলের কর্মসূচি পালনে যে অসহিঞ্চুতা প্রদর্শণ করছে-তা নজীরবিহীন, আমার সরকারের এই কর্তৃত্ববাদী দৃষ্টিভঙ্গির তীব্র নিন্দা জানাই। ’

‘দমন-নিপীড়নমূলক পদক্ষেপ থেকে সরে এসে, সরকার বিরোধী দলগুলোকে অবাধে তাদের অধিকার চর্চার জন্য ‘ডেমোক্রেটিক স্পেস’ কে সংকুচিত করার কৌশল থেকে বেরিয়ে এসে রাজনীতিতে অবাধ গণতান্ত্রিক ধারা ফিরিয়ে এনে জরাগ্রস্ত, ভঙ্গুর ও মৃতপ্রায় গণতান্ত্রিক ব্যবস্থাকে বাঁচিয়ে তুলতে পরমত সহিঞ্চুতার পরিচয় দিতে দ্রুতই বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে বলে বিএনপি এখনও আশা করে বলেও বলেন রিপন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুন ০১, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।