ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলায় অভ্যন্তরীণ বিরোধের জের ধরে সৌরভ হোসেন টুনটুনি নামে ছাত্রলীগের এক কর্মীর বাম হাত কেটে নিয়েছে প্রতিপক্ষ।
সোমবার (০১ জুন) বিকেলে ঈশ্বরদীর পাকশী রূপপুর মোড় এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার হাত কেটে নেয় প্রতিপক্ষ।
পরে মোটরসাইকেলে করে আসা প্রতিপেক্ষর নেতাকর্মীরা রাস্তায় কাটা হাত ফেলে রেখে উল্লাস করতে করতে চলে যায়।
আহত টুনটুনি পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের তুহিনের ছেলে। মে পাকশী পেপার মিলস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সদরুল হক পিন্টু ও সাধারণ সম্পাদক মিরাজ হাসানের সমর্থকদের গ্রুপিংয়ের কারণে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রূপপুর মোড়ে মিজান নামে ছাত্রলীগের এক কর্মীকে টুনটুনি মারধর করে। ওই ঘটনার জের ধরে সোমবার বিকেলে টুনটুনিকে বাড়ি থেকে ডেকে পাকশী পেপার মিলের সামনে নিয়ে আসে প্রতিপক্ষ গ্রুপ।
এ সময় তারা রামদাসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করে বাম হাত কাঁধের নিচ থেকে কেটে আলাদা করে ফেলে। পরে খণ্ডিত হাত নিয়ে তারা কয়েকটি মোটরসাইকেলে করে মহড়া দিয়ে উল্লাস করে রূপপুর মোড়ে কাটা হাতটি ফেলে যায়।
পরে মুমূর্ষু অবস্থায় টুনটুনিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পিন্টু বাংলানিউজকে জানান, এটা ছাত্রলীগের কোনো বিষয় নয়। টুটনটুনি উচ্ছৃঙ্খল যুবক, সে ছাত্রলীগের কেউ নয়। ঘটনাটি পেট্রোল পাম্পের যাত্রী ওঠানো-নামানোর আধিপত্য নিয়ে ঘটেছে।
তবে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজ হাসান দাবি করেন, আহত টুনটুনি ছাত্রলীগের সক্রিয় কর্মী। সভাপতি গ্রুপের কর্মীরা তার হাত কেটে নিয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ছাত্রলীগ পাকশী ইউনয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপিংয়ের কারণে এ ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুন ০১, ২০১
এসআর