ঢাকা: ভারত কখনো বাংলাদেশের স্বার্থ দেখেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর)। এবারও এর ব্যাতিক্রম হবে না বলে মনে করেন তিনি।
সোমবার (০১ জুন) সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
রেজাউল করিম বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে অনেকে বেশ আশাবাদী হচ্ছেন, অনেক সমস্যার সমাধান হবে। কিন্তু আমরা মনে করি, ভারত আজীবন নিজেদের স্বার্থে কাজ করে। তারা বাংলাদেশের কোনো স্বার্থ দেখবে না।
চরমোনাই পীর বলেন, তিতাস নদী খনন করা হয়েছে। সেটি ভারতের স্বার্থে, আমাদের স্বার্থে নয়।
তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে ভারতের পক্ষে থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ সফরে মোদি তিস্তা পানিবন্টন চুক্তি নিয়ে কোনো আলোচনাই করবেন না।
তিনি স্থল সীমানা চুক্তির বিষয়ে তিনি বলেন, স্থল সীমানা চুক্তি বাস্তবায়ন ভারতের একটি দায়। কারণ ভারতের অনমনীয় মনোভাবের কারণে ছিটমহলবাসীরা বিগত ৬৮ বছর ধরে রাজ্য হারা। অবরুদ্ধ ছিটমহলবাসীরা দু’দেশের অংশ নয়। ১৯৭৪ সালে ভারত বিভক্তির ফলে তারা দু’দেশের মধ্যে বিভক্ত হয়ে তারা রাজ্য হারা নাগরিকে পরিণত হয়।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জুন ০১,২০১৫
এলকে/বিএস