ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গসহ কয়েকটি প্রদেশের মুখ্যমন্ত্রীর বাংলাদেশ সফরকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (০১ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ অভিনন্দন জানান।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আশা করছি, ভারতের প্রধানমন্ত্রীসহ মুখ্যমন্ত্রীদের এ সফরের মাধ্যমে দু’দেশের মধ্যে বিদ্যমান সমস্যার সমাধান হবে। আরও আশা করছি তার এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি পাবে।
বিবৃতিতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সার্বিক সাফল্য কামনা করেন।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এলকে/এএ