খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন টিকো চাকমা ও জহির উদ্দিন ফিরোজ।
সোমবার (০১ জুন) বিকেলে শহরের টাউল হল ছাত্রলীগের সম্মেলন শেষে কাউন্সিলদের ভোটের মাধ্যমে নির্বাচিত হন তারা।
সন্ধ্যা ৭টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
নির্বাচনে সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ প্রার্থী অংশ নেন। এতে বিজয়ী সভাপতি সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক টিকো চাকমা পান ১৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মংশাপ্রু মারমা পান ৬৯ ভোট।
এছাড়া সাধারণ সম্পাদক পদে বিজয়ী প্রার্থী মাটিরাঙ্গা উপজেলা কমিটির সাবেক সহ সভাপতি জহির উদ্দিন ফিরোজ পান ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাপ্পী চৌধুরী পান ৭০ ভোট।
এরআগে সকালে দীর্ঘ ৫ বছর পর জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এসআর