ঢাকা: লন্ডনপ্রবাসী বিবিসি’র প্রখ্যাত সাংবাদিক সিরাজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
সোমবার (০১ মে) রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় খালেদা জিয়া বলেন, মরহুম সিরাজুর রহমান ছিলেন বাংলাদেশে সাংবাদিকতার ইতিহাসে একজন পথিকৃত ব্যক্তিত্ব ও প্রবাদপ্রতীম পুরুষ। সুদীর্ঘ সাংবাদিকতা জীবনে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, সকল গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিবিসিতে তার কন্ঠ ছিল প্রেরণাদায়ক। তার সাংবাদিকতার ভাষ্যে ও লেখনিতে গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণকারীরা রবাবরই উজ্জীবিত হয়েছে।
তিনি বলেন, মরহুম সিরাজুর রহমান ছিলেন একজন মহান জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক। বাংলাদেশের মানুষেরা দেশের এমন একজন সুযোগ্য কীর্তিমান পুরুষকে হারিয়ে শোকে আজ মুহ্যমান। প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশীসহ দেশবাসী এবং আমার দলের সকল পর্যায়ের নেতা-কর্মী তার মৃত্যুতে শোকবিহব্বল। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়। পরম করুনাময় আল্লাহ’র কাছে প্রার্থনা করি, তিনি যেন তাকে জান্নাতবাসী করেন।
খালেদা জিয়া সিরাজুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুনগ্রাহী ও শুভানুধায়ীদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন।
সোমবার (০১ জুন) বেলা ১১টায় লন্ডনের রয়্যাল ফ্রি হসপিটালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জুন ০১, ২০১৫
বিএস