ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, জুন ১, ২০১৫
ফেনীতে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর সোনাগাজীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আজিজুল হক (৩৫) নামে এক যুবলীগ নেতা নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

সোমবার দিনগত রাত ৯টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।



স্থানীয় এলাকাবাসী জানান, অনেকদিন ধরেই ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য রহিমুল্লাহর সমর্থিত দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে সোমবার ওই এলাকায় সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে আজিজ গুলিবিদ্ধ হলে তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর সেখানেই তার মৃত্যু হয়।

ফেনী সদর হাসপাতালের আরএমও অসীম কুমার সাহা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্য আহতরা ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আজিজ উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর এলাকার হেনজু মিয়ার ছেলে। তিনি ওই এলাকায় যুবলীগ করেন ও আমিরাবাদ ইউপি চেয়্যারম্যান জহিরের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।