ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

জিয়া-কোকোর কবর জিয়ারত করবেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জুন ২, ২০১৫
জিয়া-কোকোর কবর জিয়ারত করবেন খালেদা খালেদা জিয়া / ফাইল ফটো

ঢাকা: পবিত্র শবে বরাত উপলক্ষে স্বামী জিয়াউর রহমান ও ছোটছেলে আরাফাত রহমার কোকোর কবর জিয়ারত করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার (০২ জুন) সকালে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবীর খান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।



তিনি বলেন, বিকেল ৪টায় বনানী কবরস্থানে ছোটছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন খালেদা জিয়া। আর বিকেল ৫টায় আগারগাঁও শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যাবেন।

এ সময় দলের শীর্ষ পর্যায়ের নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থাকবেন বলেও ‍জানান শায়রুল।

শবে বরাত উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, জুন ০২, ২০১৫
এসকেএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।