ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে বিএনপি-ছাত্রদলের ২ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জুন ২, ২০১৫
নোয়াখালীতে বিএনপি-ছাত্রদলের ২ নেতা আটক

নোয়াখালী: নোয়াখালীর সদর ও সেনবাগ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিএনপি ও ছাত্রদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। এরা হলেন-আব্দুর রশিদ (৪৫) ও নূর নবী রাজু (২৫)।



সোমবার দিনগত রাত থেকে মঙ্গলবার (০২ জুন) সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

আটক নেতারা হলেন, সদর উপজেলার দাদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, এক নম্বর ওয়ার্ড দামধরপুর ইউপি সদস্য ও একই এলাকার সফি উল্লার ছেলে আবদুর রশিদ এবং সেনবাগ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও পৌরসভার অর্জুনতলা গ্রামের আবদুল গফুরের ছেলে নুর নবী রাজু।

পুলিশ সূত্র বাংলানিউজকে জানায়, রাতে সদর উপজেলার দাদপুর ইউনিয়নের দামধরপুর গ্রামে অভিযান চালিয়ে চরমটুয়া ইউনিয়নের খলিসাটোলা গ্রামের ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগ নেতা বাবুল মিয়ার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা আবদুর রশিদকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অপরদিকে, সেনবাগ পৌর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন সময় নাশকতা সৃষ্টির অভিযোগে অভিযুক্ত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর নবী রাজুকে আটক করে সেনবাগ থানা পুলিশ।

জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ও সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জুন ০২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।