রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): সরকারের পেটোয়া বাহিনীর অত্যাচার ও মিথ্যা মামলা-হামলার কারণে বিএনপি নেতাকর্মীরা রাতে ঘরে ঘুমাতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
মঙ্গলবার (০২ জুন) বিকেল ৩টার দিকে রূপগঞ্জ উপজেলার রুপসী এলাকায় জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমান জালেম সরকারের আমলে দেশে কোনো বিচার নেই। এ সরকারের পেটোয়া বাহিনীর অত্যাচারে ও মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীরা রাতে ঘরে ঘুমাতে পারছে না। সবাইকে আত্মগোপনে থাকতে হচ্ছে।
তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া এখনও ভেঙে পড়েননি। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। দলকে সুসংগঠিত করতে এবং দলের দুঃসময়ে যারা রাজপথে থেকে কাজ করেছেন তাদেরই পদ-পদবীতে স্থান দেওয়া হবে।
নির্বাচন বিষয়ে তৈমুর আলম বলেন, এ সরকারের অধীনে প্রতিটি নির্বাচন অবৈধভাবে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র দখল, ভোট কারচুপি, জাল ভোটসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণেই বিএনপি প্রতিটি নির্বাচন বর্জন করেছে।
তাই আবারো মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি।
স্থানীয় রুপসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি বদরুজ্জামান খসরু, খোরশেদ আলম খন্দকার, আলাউদ্দিন, মাহাবুবুর ররমান মাহাবুব, মুন্সি সামসুর রহমান খান বেনু প্রমুখ।
সবশেষে দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুন ০২, ২০১৫
এসআর