ঢাকা: শবেবরাত উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন খালেদা জিয়া।
এ সময় তিনি দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
মঙ্গলবার (০২ জুন) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে শেরেবাংলা নগরে জিয়ারউর রহমানের মাজার এবং বিকেল পৌঁনে ৬টায় বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করেন খালেদা।
আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর দ্বিতীয় বারের মতো সন্তানের কবর জিয়ারত করলেন বিএনপির চেয়ারপারসন।
এ সময় তার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, মহিলা দলের সভাপতি নূরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা , ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হকসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জুন ০২, ২০১৫
এমএম/এমজেএফ
** কোকোর কবর জিয়ারত করলেন খালেদা