ঢাকা: বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্য ও বাণিজ্যমন্ত্রী এম শামসুল ইসলামের স্ত্রী আনোয়ারা সুফিয়া ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বুধবার এক শোকবাণীতে বিএনপি চেয়ারপার্সন প্রয়াত আনোয়ারা সুফিয়া ইসলামের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি প্রয়াত আনোয়ারা সুফিয়া ইসলামের জীবদ্দশায় শিক্ষার প্রসারে ও সামজিক ক্ষেত্রে তার অবদানের কথা স্মরণ করেন।
অপর এক শোকবার্তায় বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলামের স্ত্রী আনোয়ারা সুফিয়া ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমমর্মিতা প্রকাশ করেছেন।
শোকবার্তায় ড. আসাদুজ্জামান রিপন বলেন, আনোয়ারা সুফিয়া ইসলামের মৃত্যুতে মুন্সীগঞ্জবাসী একজন নিবেদিত সমাজকর্মী ও শিক্ষানুরাগীকে হারালো।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জুন ০৩, ২০১৫
এসকেএস/এবি