ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে মোদির সফরবিরোধী লিফলেট বিতরণকালে আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জুন ৩, ২০১৫
রাজধানীতে মোদির সফরবিরোধী লিফলেট বিতরণকালে আটক ৩ ছবি: প্রতীকী

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরের বিরোধিতা করে রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ ও মোদি বিরোধী স্লোগান দেওয়ার সময় জাতীয় মুক্তি কাউন্সিলের তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (০৩ জুন) বিকেল সাড়ে ৫টায় প্রেসক্লাবের সামনে থেকে তাদের আটক করে শাহবাগ থানা পুলিশ।

আটককৃতরা হলেন- সুমন মল্লিক, ওবায়দুল ভূঁইয়া ও ফরমান।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করে জানান, লিফলেটে নরেন্দ্র মোদিকে গুজরাটে গণহত্যাকারী, মৌলবাদী ও দাঙ্গাবাজ হিসেবে উল্লেখ করে বলা হয়, মোদি তুমি ঢাকায় এসো না। তোমার সফর বাতিল করো।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জুন ০৩, ২০১৫
এনএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।