ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরের বিরোধিতা করে রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ ও মোদি বিরোধী স্লোগান দেওয়ার সময় জাতীয় মুক্তি কাউন্সিলের তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (০৩ জুন) বিকেল সাড়ে ৫টায় প্রেসক্লাবের সামনে থেকে তাদের আটক করে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করে জানান, লিফলেটে নরেন্দ্র মোদিকে গুজরাটে গণহত্যাকারী, মৌলবাদী ও দাঙ্গাবাজ হিসেবে উল্লেখ করে বলা হয়, মোদি তুমি ঢাকায় এসো না। তোমার সফর বাতিল করো।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জুন ০৩, ২০১৫
এনএ/আরএম