ঢাকা: বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, তবে ধর্মহীনতায়ও বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
বুধবার (৩ জুন) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তী।
ড. মঈন খান বলেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। তবে, বিএনপি ধর্মহীনতায়ও বিশ্বাস করে না। বিএনপি মনে করে, যার যার ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে।
তিনি বলেন, যারা ধর্মনিরপেক্ষতার নামে ফায়দা লুটে, তারা ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের চেয়েও খারাপ।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, যার যার ধর্ম যদি স্বাধীনভাবে পালনের অধিকার প্রতিষ্ঠিত হয়, তবে এ দেশে কোনো ভেদাভেদ থাকবে না।
তিনি সব ধর্মের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জিয়ার আদর্শ তথা জাতীয়তাবাদী শক্তির পুনরুত্থান ঘটলে দেশে কোনো ভেদাভেদ থাকবে না। সব ধর্মের মানুষ নিজের ধর্ম পালনে স্বাধীনতা পাবে।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুন ০৩, ২০১৫
এমএম/এইচএ/