ঢাকা: পবিত্র শব-ই-বরাতের রাতে কুমিল্লার চান্দিনা এলাকায় বাসে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির দফতরের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
বুধবার (৩ জুন) রাতে দলের সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনির পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান তিনি।
বিবৃতিতে ড. রিপন বলেন, বিএনপি এ ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করছে এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।
হামলাকে ‘মর্মন্তুদ নারকীয়’ উল্লেখ করে এ ঘটনায় আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন বিএনপির এ মুখপাত্র।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুন ০৩, ২০১৫
এইচএ/