ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

সালাহ উদ্দিনের বিরুদ্ধে শিলং পুলিশের চার্জশিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, জুন ৩, ২০১৫
সালাহ উদ্দিনের বিরুদ্ধে শিলং পুলিশের চার্জশিট সালাহ উদ্দিন আহমেদ / ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতে অনুপ্রবেশের ‍দায়ে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে মেঘালয়ের শিলং পুলিশ।

‘ফরেনার্স অ্যাক্ট-৪৬’ এ দায়েরকৃত মামলার তদন্ত শেষে বুধবার (০৩ জুন) মেঘালয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে চার্জশিট দেয় পুলিশ।



শিলং পুলিশ সুপার (এসপি) বিবেক সিয়াম গণমাধ্যকে চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।

৬২ দিন নিখোঁজ থাকার পর গত ১১ মে ভারতের মেঘালয়ে রাজ্যের শিলংয়ে সালাহ উদ্দিনের সন্ধান মেলে। পরে সেদেশে অনুপ্রবেশের অভিযোগে শিলং পুলিশ তার বিরুদ্ধে মামলা করে শিলংয়ে হাসপাতালের চিকিৎসাধীন সালাহ উদ্দিনকে গ্রেফতার দেখায়।

বর্তমানে তিনি পুলিশ হেফাজতে মেঘালয়ের নেগ্রিমস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগামী ১০ জুন তাকে ফের আদালতে হাজির করার নির্দেশ রয়েছে।
এরআগে গত ২৭ মে সালাহউদ্দিনকে ১৪ দিনের বিচারিক হেফাজতে নেয় আদালত।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, জুন ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।