ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

ইসি অসত্য তথ্য দিয়েছে দাবি জামায়াতের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, জুন ৩, ২০১৫
ইসি অসত্য তথ্য দিয়েছে দাবি জামায়াতের

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সহকারী সচিব মো. আতিয়ার রহমান সংসদ সচিবালয়কে পাঠানো এক তথ্য বিবরণীতে ‘বাংলাদেশ জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে’ এ মর্মে অসত্য তথ্য পরিবেশন করেছেন দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত।
 
বুধবার (০৩ জুন) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ নিন্দা ও প্রতিবাদ জানান।


 
বিবৃতিতে তিনি বলেন, ১ জুন সংসদ সচিবালয়কে পাঠানো এক তথ্য বিবরণীতে নির্বাচন কমিশনের সহকারী সচিব মো. আতিয়ার রহমান ‘বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল হয়েছে’ মর্মে যে অসত্য তথ্য দিয়েছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পাঠানো তথ্য বিবরণীতে তিনি প্রকৃত সত্য গোপন করে দেশের আইন ও সংবিধান লঙ্ঘন করেছেন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভাবমর্যাদা ক্ষুন্ন করেছেন বলে মন্তব্য দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের।
 
বিবৃতিতে তিনি, জামায়াতের নিবন্ধন সম্পর্কে অসত্য বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বানও জানান।
 
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জুন ০৩, ২০১৫
এলকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।