বরিশাল: বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (০৩ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কলেজ ছাত্রলীগের আহ্ববায়ক স্বপন, যুগ্ম আহ্ববায়ক রাজিব, ছাত্রলীগ নেতা তুহিন ও সৈকতসহ চার জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। এছাড়া, রফিকুল ইসলাম নামে অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেরনিয়াবাত টেক্সটাইল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে বিরোধ চলে আসছিল। এর ধারাবাহিকতায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, এ ঘটনার পর কলেজ ক্যাম্পাসে ও হাসপাতাল এলাকায় পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪১৭ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এমজেড/