ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

পেট্রোলবোমা হামলাকারীরা রক্ষা পাবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জুন ৪, ২০১৫
পেট্রোলবোমা হামলাকারীরা রক্ষা পাবে না স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ঢাকা: পেট্রোলবোমা হামলাকারীরা ইহকাল ও পরকালে রক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টার ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে সহিংসতায় দগ্ধদের মাঝে অর্থসহায়তা প্রদানকালে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

রাজধানীর ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একদিনের টিফিনের টাকা বাচিয়ে দগ্ধদের সহায়তা করে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ওই স্কুলের চেয়ারম্যান।

বার্ন ইউনিটের কনফারেন্স রুমের তৃতীয় তলার ওই অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ ধরণের বর্বরোচিত হামলার নিন্দা জানাই। যারা এ হামলার সঙ্গে জড়িত তারা ইহকাল ও পরকালে রক্ষা পাবে না।

তিনি অপরাধীদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়ার কথা বলেন।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এজেডএস/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।