ঢাকা: উচ্চরক্তচাপ জনিত কারণে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (০৩ জুন) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পরিবার ও স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বৃহস্পতিবার (০৪ জুন) বাংলানিউজকে এ তথ্য জানান।
রোগ-শোক, কারাবরণ, বিদেশযাপন ও আত্মগোপনের ফলে বিএনপির বেশিরভাগ নেতা নিষ্ক্রিয় হয়ে পড়ায় মোহাম্মদ শাহজাহান মাঝেমধ্যে মিডিয়ার সামনে দলের হয়ে কথা বলতেন।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এজেড/কেএইচ/