ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাক্ষাৎ না হলে বাংলার মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।
বৃহস্পতিবার (০৪ জুন) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। তার সঙ্গে নরেন্দ্র মোদির সাক্ষাৎ না হলে সেটা বাংলার মানুষ মেনে নেবে না।
তিনি বলেন, আশা করি বাংলার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর স্বার্থেই খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন মোদি। দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে মোদির সঙ্গে বৈঠক হলে খালেদা জিয়া গণতন্ত্রের কথা বলবেন।
নরেন্দ্র মোদির ভারত সফরকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বাংলার মানুষের কাছে বহুল প্রত্যাশিত এ সফর। আশা করি, তিস্তা চুক্তি, ছিটমহলসহ ভারতের সঙ্গে বাংলাদেশের সব সমস্যা সমাধান হবে। বাংলার মানুষের প্রত্যাশা পূরণ করতে মোদি অঙ্গীকার করে যাবেন।
বিএনপি জিয়াউর রহমানকে নির্বাসিত করেছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি জিয়ার আদর্শ চর্চা করে না। তাই বিএনপি আজ দুর্নীতিগ্রস্ত, কলুষিত ও রুগ্ন।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, যারা বিএনপি নিয়ে হতাশ আমি বলবো আসলে তারা বিএনপি করেন না। কারণ বিএনপি জাতীয়তাবাদী শক্তির দল। তাই তার বিনাশ সম্ভব নয়। বিএনপি ফিনিক্স পাখির মতো আবার জেগে উঠবেই।
সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক জাফরুল হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এলকে/আইএএ/এএ