ঢাকা: বাজেটের কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে যাবে দাবি করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই বাজেটে সাধারণ মানুষের কোনো সুখবর নেই। বরং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।
বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর বনানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই বাজেট ধনীদের বাজেট। এতে গরীবের ভাগ্যের কোনো উন্নয়ন হবে না। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখনও প্রবৃদ্ধির হার ছিল ৭ শতাংশ। এই বাজেটেও প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ শতাংশ।
তিনি অভিযোগ করেন, বিএনপি যে অবস্থায় প্রবৃদ্ধির হার রেখে এসেছে এখনও সে অবস্থায়ই প্রবৃদ্ধির হার রয়ে গেছে। এতে প্রমাণ হয়, সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারেনি। আর না পারার কারণ দুর্নীতি ও অব্যবস্থাপনা।
যে লক্ষ্যমাত্রা নিয়ে বাজেট দেওয়া হচ্ছে, সরকার সে লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে না বলেও দাবি করেন বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা।
এদিকে, বিএনপির দফতরের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বাংলানিউজকে জানিয়েছেন, তারা বাজেট পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবেন। বিশ্লেষণ করলেই বোঝা যাবে বাজেটে জনগণ লাভবান হচ্ছে কি হচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এমএম/এইচএ